ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।



শিল্প পুলিশ জানায়, বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার কথাও বলেন তারা।

শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তফিজার রহমান বাংলানিউজকে বলেন, বেতন বৃদ্ধির বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।