ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

আজমীরী ডিপার্টমেন্টাল স্টলে দুই মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আজমীরী ডিপার্টমেন্টাল স্টলে দুই মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনে করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা ২০তম আন্তর্জাতিক এ মেলার বিভিন্ন স্টল ঘুোের দেখেন।



এসময় তারা বঙ্গবন্ধু প্যাভিলিয়নসহ মেলা প্রাঙ্গণের কয়েকটি স্টল পরিদর্শন করেন।

আজমীরী স্টলের কর্ণধার সাইদুর রহমান জানান, প্রতি বছর মেলার এ স্টল বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী এসে উদ্বোধন করেন। এবারও এসে ফিতা কেটে স্টল উদ্বোধন করেছেন এবং আমার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) মেলার গেটের বাহিরে বোমা মারার ঘটনায় কোনো ক্ষতি হয়েছে কি-না তার খোঁজখবর নিয়েছেন দুই মন্ত্রী বলে জানান মেলার সহকারী পরিচালক আবদুল মোনেম।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।