ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের স্পিকার মোহাম্মদ আহাম্মেদ আল মুরের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে।

এখানে বিনিয়োগ করার অনেক সুযোগ আছে। পাশাপাশি বাংলাদেশে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য আবর আমিরাতে রপ্তানি করার অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।
 
ডেপুটি স্পিকার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসি দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়নের ১০ম সম্মেলনে যোগ দিতে সেখানে অবস্থান করছেন।

আরব আমিরাতের স্পিকারের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়ে দেশটির প্রতি এসব ‍আহ্বান করেন তিনি। ডেপুটি স্পিকারের সঙ্গে এ সফরে চার সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল রয়েছে। আগামী ২২ জানুয়ারি সম্মেলন শেষ হবে।
 
ডেপুটি স্পিকার ও সংযুক্ত আরব আমিরাতের স্পিকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, মুসলিম বিশ্বের সমস্যাসহ সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
 
এছাড়াও বাংলাদেশ থেকে আরব আমিরাতে দক্ষ জনশক্তি আমদানির বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার যথোপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান ডেপুটি স্পিকার।
 
মুসলিম বিশ্বে সংগঠিত কয়েকটি সাম্প্রতিক ঘটনাসহ ইসলামি উম্মাহর সার্বিক পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেন। ডেপুটি স্পিকার এবং সংযুক্ত আরব অমিরাতের স্পিকার ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
 
সাক্ষাতে ডেপুটি স্পিকার ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফর, আমিরাতের প্রতিষ্ঠাতা আমির শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ১৯৮৪ সালে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে দু‘দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
 
 সংযুক্ত আরব আমিরাতের স্পিকার আল মুর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এবং সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানান। আইপিইউ নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করায় সংযুক্ত আরব আমিরাতকে আন্তরিক ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।