ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় ওয়ালটনের ৩৫৪ মডেলের পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বাণিজ্যমেলায় ওয়ালটনের ৩৫৪ মডেলের পণ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৫৪ মডেলের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। মেলায় দুটি সেলস ও ডিসপ্লে সেন্টার নিয়েছে ওয়ালটন।



৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি তৈরি হয়েছে মেলার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে প্রধান টাউয়ারের পশ্চিম পাশে ফোয়ারা সংলগ্ন স্থানে। এখানে রয়েছে প্রধানত ওয়ালটনের ফ্রিজ, টিভি, মোবাইল ফোন সেট ও মোটরসাইকেলের মতো পণ্য। এছাড়া ২০ নম্বর প্রিমিয়ার স্টলটি মূল গেট ও প্রধান টাউয়ারের দক্ষিণ পাশে পড়েছে। এখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ হোম, কিচেন ও ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স বিক্রি হচ্ছে।

ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, এবার নতুন ও আপকামিংসহ মোট ৪৪টি মডেলের ফ্রিজ নিয়ে এসেছে ওয়ালটন। নতুন এসেছে ২৫৪ লিটার, ৩১৭ লিটার ২৯৫ লিটার ও ৩৪৬ লিটারের ফ্রিজ। পাশাপাশি উন্নতমানের আরও ৯ টি মডেলের আপকামিং ফ্রিজ প্রদর্শন করা হচ্ছে।

ওয়ালটন ব্রান্ডের এনার্জি সেভিং ও পরিবেশ বান্ধব উচ্চপ্রযুক্তির এলইডি বাল্ব মেলায় ব্যাপক প্রশংসিত হচ্ছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, স্মার্টফোন প্রেমীদের ব্যাপক ভিড় ওয়ালটন প্যাভিলিয়নে। মেলায় ওয়ালটনের ৩০ মডেলের ৪৮ ধরনের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করা হচ্ছে। সবর্শেষ যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন প্রিমো জেড ও ওয়ালপ্যাড-জি।

ওয়ালটনের মোবাইল ফোন গবেষণা এবং উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মশিউর হোসেন জানান, ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে ৩,৮০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা মূল্যের স্মার্টফোন দিচ্ছে ওয়ালটন। এছাড়া ৮ মডেলের ট্যাব পাওয়া যাচ্ছে ১৩,৫০০ টাকা থেকে ২৩,০০০ টাকার মধ্যে। মেলা উপলক্ষে হ্যান্ডসেট ভেদে ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে ওয়ালটন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।