ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ইসলামী ব্যাংকের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ

ঢাকা: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-কে বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড ২০১৪-এর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার প্রদান করেছে।

২০ জানুয়ারি ২০১৫ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন।



বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, আইসিএমএবি’র সভাপতি মোহাম্মদ সেলিম, এফসিএমএ, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, এফসিএমএ ও আইসিএমএবি’র সহসভাপতি ও বিএসইসির কমিশনার আরিফ খানসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী ও উর্দ্ধতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।