ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিএমএবি’র বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
আইসিএমএবি’র বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

ঢাকা: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) -এর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০১৪ পেয়েছে জনতা ব্যাংক লিমিটেড।

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) ‍অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।



রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় জনতা ব্যাংক এ অ্যাওয়ার্ড অর্জন করে।

বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।