ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বর্তমান এমডি-কে আবারও চায় বিডিবিএল পর্ষদ

শাহেদ ইরশাদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বর্তমান এমডি-কে আবারও চায় বিডিবিএল পর্ষদ

ঢাকা: আইনের তোয়াক্কা না করেই বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের  (বিডিবিএল) চেয়ারম্যান ইয়াসিন আলীর নেতৃত্বাধীন পর্ষদ বর্তমান এমডিকে তৃতীয় মেয়াদে আবারও নিয়োগের সুপারিশ করেছে।

সুপারিশটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আছে।

মন্ত্রণালয়ের হয়ে এটি যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিডিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি।

মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ চলতি বছরের ১২ জানুয়ারি তৃতীয় মেয়াদে নিয়োগ দেওয়ার সুপারিশ করে প্রস্তাব পাঠায় অর্থ-মন্ত্রণালয়ে।

তবে পরিচালনা পর্ষদের এ চাওয়া ২০১৪ সালের ১১ আগস্ট অর্থ-মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এমডি নিয়োগে জারি করা প্রজ্ঞাপন বিরোধী বলে ব্যাংকপাড়ায় আলোচিত হচ্ছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি সার্চ কমিটি গঠন করে ৩ জনের নাম প্রস্তাব করে চেয়ারম্যান তা  অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩জনের মধ্যে একজনকে চুড়ান্ত করে চেয়ারম্যানকে অবহিত করবে। পর্ষদ মন্ত্রনালয় চুড়ান্ত ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রদান করবে।
 
কিন্ত বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিল্লুর রহমানের দ্বিতীয় দফা নিয়োগ মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি। তার আগেই এ বছরের ১২ জানুয়ারি তৃতীয় মেয়াদে নিয়োগ দিতে প্রস্তাব করেছে পরিচালনা পর্ষদ।

জানতে বিডিবিএল ব্যাংকের চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আমাদের কাছে সাংঘর্ষিক মনে হয়েছে। তাই বর্তমান এমডির মেয়াদ বৃদ্ধির সুপারিশ করছি। অর্থ মন্ত্রণালয় যৌক্তিক মনে করলে বৃদ্ধি করবে। না করলে মন্ত্রণালয় যে ভাবে এমডি নিয়োগ করার নির্দেশ দেবে, সেভাবেই করা হবে।

অর্থ-মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব গোকুল চন্দ্র দাস বলেন, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ বৃদ্ধির একটি ফাইল এসেছে বলে আমি শুনেছি। সরকারি বিধি মোতাবেক নতুন এমডি নিয়োগ দেয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।