ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ থেকে মধু নেবে স্লোভেনিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বাংলাদেশ থেকে মধু নেবে স্লোভেনিয়া ছবি: ফাইল ফটো

ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া বাংলাদেশ থেকে মধু নেবে।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মধু আমদানিকারক প্রতিষ্ঠান মেডেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেসা কুন্ডুস এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।



মন্ত্রী বলেন, বিশ্ববাজারে মধু রপ্তানি শুরু হলে পণ্য বৈচিত্রকরণের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশি ব্যবসায়ীরা স্লোভেনিয়ার উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে মানসম্পন্ন মধু উৎপাদন করতে পারবে।

স্লোভেনিয়ার আধুনিক প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরিত হলে মধু উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলেও আশা করেন মন্ত্রী।

স্লোভেনিয়ার মধু উৎপাদন-বিপননকারী প্রতিষ্ঠান মেডেক্স ইতোমধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, লুৎফর রহমান তরফদার, বিসিকের মৌচাষ প্রকল্পের পরিচালক খোন্দকার আমিনুজ্জামান, স্লোভেনিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট অ্যালেস গ্লাভান, স্লোভেনিয়ার প্রখ্যাত মৌচাষ বিশেষজ্ঞ ফ্রেন্স সিবিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।