ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল এক্সিম ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৪ পেয়েছে এক্সিম ব্যাংক।

র‍াজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার হাতে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড তুলে দেন।



মূলধনের পর্যাপ্ততা, সম্পদের উন্নতমান, সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা, পর্যাপ্ত আয় ও লাভ, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা, জাতীয় অর্থনীতিতে অবদান, বিধিবদ্ধ নিয়মাবলীর সঠিক অনুসরণ, সকল কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন অনুসরণ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এক্সিম ব্যাংককে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) বিভাগে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৪ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।