ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফআইএল শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আইএফআইএল শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর দুইদিন ব্যাপী ২৬ তম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আইএফআইএল প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


 
সভায় কোম্পানির সমাপ্ত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং নতুন বছরের ব্যবসা উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান কে বি এম মঈন উদ্দিন চিশতীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ইসি চেয়ারম্যান মোস্তানসের বিল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, ডিএমডি অ্যান্ড সিএফও কাজী আজিজ আরশাদ, কোম্পানি সচিব রেজাউদ্দিন আহমেদসহ শাখা ব্যবস্থাপবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।