ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এসএম সুলতান মেলা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।



পরে জেলা প্রশাসক আবদুল গাফফার খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবিরুল হক মুক্তি এমপি,  অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান এমপি, রোকসানা ইয়াসমিন ছুটি এমপি, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আনোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ।

জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী এসএম সুলতান মেলায় শতাধিক স্টলে সজ্জ্বিত মেলায় কেনাবেচা ছাড়াও অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিনই থাকছে মহিলাদের কাবাডি, লাঠিখেলা, ভলিবল ও ষাঁড়ের লড়াইসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

প্রতিদিনই মেলায় আয়োজন রয়েছে নৃত্য, সঙ্গীত ও নাটকসহ নানা সাংস্কৃতিক অনৃষ্ঠানের। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।