ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং প্রতিরোধ শীর্ষক প্রাইম ব্যাংকের কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মানি লন্ডারিং প্রতিরোধ শীর্ষক প্রাইম ব্যাংকের কর্মশালা

ঢাকা: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা করেছে প্রাইম ব্যাংক।

এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের উদ্যোগে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



ব্যাংকের চট্টগ্রাম বিভাগের সকল শাখা প্রধান, অপারেশন ম্যানেজার ও একাউন্ট ওপেনিং কর্মকর্তাগণ এতে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন উপ-প্রধান কর্মকর্তা কাজী জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগ্রাবাদ শাখার আনোয়ারুল ইসলাম এবং আইবিবি ও আর,নিজাম রোডের শাখা প্রধান এস. এইচ. মোক্তার আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।