ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবরোধে দোকান মালিকদের দৈনিক ক্ষতি ৩ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
অবরোধে দোকান মালিকদের দৈনিক ক্ষতি ৩ হাজার কোটি টাকা প্রতীকী

ঢাকা: অবরোধের কারণে প্রতিদিন সারা দেশের ২৫ লাখ দোকান মালিকদের গড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন দোকান ব্যবসায়ীরা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নিউ অ্যালিফ্যান্ট রোডের সুবাস্তু আর্কেডে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।



ব্যবসায়ীরা বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচিতে দোকান খোলা থাকলেও, ক্রেতার সমাগম হচ্ছে না। প্রতিদিনের খরচ যোগাতে কোনো কোনো দোকান মালিক দেউলিয়া হওয়ার পথে। এ অবস্থায় সারা দেশে দোকান ব্যবসায় সংশ্লিষ্ট প্রায় এক কোটি মালিক-কর্মচারী এবং তিন কোটি নির্ভরশীল মানুষের জীবন অনিশ্চয়তায় পড়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব শাহ আলম, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।