ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবুজ শিল্পায়ন সরকারের অঙ্গীকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সবুজ শিল্পায়ন সরকারের অঙ্গীকার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

ঢাকা: পরিবেশ বান্ধব সবুজ শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। আর তার অংশ হিসেবেই হাজারিবাগের ট্যানারি সাভারে স্থানান্তর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘চামড়া ও চামড়াজাত পণ্য: তৈরি পোশাকের পরবর্তী সম্ভাবনাময় শিল্প’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাভারে চামড়া শিল্পনগরী গড়ে তুলতে এক হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। ট্যানারি স্থানান্তরে মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আড়াইশ কোটি টাকা।

এজন্য ট্যানারি মালিকদের হাজারিবাগ থেকে শিল্পকারখানা দ্রুত সাভারে স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী মালিকদের সর্তক করে বলেন, সরকার জাতীয় স্বার্থে নির্ধারিত সময়ের পর হাজারিবাগে একটি ট্যানারির স্থাপনাও রাখার সুযোগ দেওয়া হবে না।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ. সামাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, বাংলাদেশ ফিনিসড্ লেদার ও লেদার গুড্স অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।