ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা ব্যাংক লিমিটেড’র “বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১৫” শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার।



সম্মেলনে সকল শাখা ব্যবস্থাপক, কেন্দ্রীয় কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০১৪ সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং ২০১৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার ও এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, খান শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।