ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ থেকে ২০ হাজারে শ্রমিক নেবে সৌদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
১৫ থেকে ২০ হাজারে শ্রমিক নেবে সৌদি

ঢাকা: সৌদি আরব ১৫ থেকে ২০ হাজার টাকায় বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সৌদি আরব সফর শেষে রোববার (২৫ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।



খুব শিগগিরই এ কার্যক্রম শুরু হবে জানিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, কর্মী পাঠানো প্রক্রিয়ায় ন্যুনতম অভিবাসন ব্যয় ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভিসা বাণিজ্যে কেউ জড়িত থাকলে, সৌদি আইন অনুযায়ী তাকে ১৫ বছরের কারাদণ্ড দেবে সৌদি সরকার।

মন্ত্রী বলেন, শ্রমিক নেয়ার ক্ষেত্রে ভিসা, যাতায়াত ও মেডিকেল খরচ বহন করবে সৌদি আরবের সংশ্লিষ্ট কারখানা মালিক।

তাহলে বিশ হাজার টাকা খরচ লাগবে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের পাসপোর্ট, এজেন্সি ফি ও ঢাকায় তাদের যাতায়াত মিলিয়ে এ খরচ হবে।

এখনই সবকিছু চূড়ান্ত নয় জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশ যেতে আগ্রহী নিবন্ধনকৃত ২২ লাখ শ্রমিকের তালিকার বিষয়ে সৌদি সরকারকে জানানো হয়েছে। তারা বাংলাদেশে একটি টিম পাঠাবে। এরপর দুই দেশের প্রতিনিধিদের সমন্বয় একটি যৌথ কমিটি করা হবে। এই কমিটি শ্রদিকদের একটি যৌথ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে সৌদি সরকার যতো শ্রমিক নিতে আগ্রহী হবে, নিবন্ধন তালিকা থেকে তার তিন গুণ শ্রমিক তাদের দেয়া হবে। সেখান থেকে তারা দক্ষ শ্রমিক বাছাই করে নেবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।