ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৫ রোববার(২৫/০১/২০১৫) প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক সাফল্য অর্জনের পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে তাগিদ দেন।



ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদ-উজ-জামানের সভাপতিত্বে ব্যাংকের পরিচালক মোঃ ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, সৈয়দ বজলুল করিম বিপিএম, মোঃ আবু নাসের, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাগ, মোঃ মাহাবুবুর রহমান হিরন এবং সিইও এ্যান্ড এমডি মোঃ আবদুস সালাম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদ-উজ-জামান তার বক্তব্যে বলেন ব্যাংকের অনলাইন সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রীন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে জনতা ব্যাংক। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ই টেন্ডারিং ও ই কমার্সের সুবিধাকে কাজে লাগাতে হবে। ব্যাংকের লোকসানী শাখার সংখ্যা কমিয়ে ক্ষুদ্র, মাঝারী ও কৃষি ঋণ প্রদান করতে হবে।  

ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুস সালাম স্বাগত বক্তব্যে বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে গত বছর জনতা ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। বর্তমানে ব্যাংকের শ্রেণীকৃত ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সবার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাই।

সম্মেলনে বক্তারা জানান, সকলের সর্বাত্মক প্রচেষ্টায় ব্যাংকের আমানত ২০১৪ সালে ৫১,৬০১.০৭ কোটি টাকায় উন্নীত হয়েছে যা ২০১৩ সালে ছিল ৪৭,৮৫৩.৫৬ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম ৩১,৯৭৭.৩২ কোটি টাকায় উন্নীত হয়েছে যা পূর্ববর্তী বছরে ছিল ২৮,৫৭৪.৭৭ কোটি টাকা।

এছাড়াও ব্যাংকের ২০১৪ সালে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১০৫২.৭৭ কোটি টাকা, সুদ বহির্ভূত আয় ৮২০.৮২ কোটি টাকা, আমদানী ব্যবসা ১৪,৪৫৫.৬৮ কোটি টাকা, রপ্তানী ব্যবসা ১৫,৪০৭.৮০ কোটি টাকা, বৈদেশিক রেমিট্যান্স ১০,৬৬৭.৭১ কোটি টাকা। ব্যাংকের শ্রেণীকৃত ঋণের হার পূর্ববর্তী বছরের ১০.৮৫% থেকে হ্রাস পেয়ে ২০১৪ সালে ১০.৩৪% হয়েছে। বর্তমানে ব্যাংকে মূলধনসহ প্রভিশনে কোন ঘাটতি নেই।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অতিথিবৃন্দ ব্যাংক কর্তৃক প্রকাশিত ‘গ্রামীণ নারী কর্মসংস্থান ঋণ কর্মসূচির নীতিমালা ও ঋণ নিয়মাচার’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।