ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতের ব্লেজারে আখেরি অফার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
শীতের ব্লেজারে আখেরি অফার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীত প্রায় যায় যায়। তাতে কি।

সামনে বছর আবার আসার জন্যই  এ বছরের মত বিদায় নিচ্ছে শীত। তবে এবার শীতের মৌসুম বিদায় নেওয়ায় যদি শীতের পোশাক ছাড়ে পাওয়া যায় তাহলে তো ভালোই।

ভবিষ্যতের চিন্তা করা সেইসব ক্রেতাদের কথা মাথায় রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশেষ অফারে বিক্রি হচ্ছে ব্লেজার। ১ হাজার ৪শ  টাকা থেকে শুরু করে ১ হাজার ৬শ  টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রং ও সাইজের ব্লেজার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে মেলার প্রীতি ট্রেডার্স, আলম এন্টার প্রাইজ, আশিক ফ্যাশান নামে কয়েকটি ব্লেজারের দোকান ঘুরে বিশেষ অফারে বিক্রি হওয়া শীতের অন্যতম ফ্যাসান হিসেবে পরিণত হওয়া এই ব্লেজারের খোঁজ পাওয়া যায়।

প্রীতি ট্রেডার্সের (২১৬ নম্বর স্টল) ইনচার্জ আবু সালেহ মোল্লা জানান, চার ধরণের ব্লেজার আইটেম বিক্রি করছি।   সবগুলোর দাম মেলা উপলক্ষে মাত্র ১ হাজার ৬শ টাকায় দেওয়া হচ্ছে। শোরুমে যেগুলোর দাম রাখা হয় ২ হাজার ৫শ টাকা করে।

তিনি জানান, চেলি নামের ব্লেজার ২ হাজার ২শ, ২ হাজার ৮শ টাকা মূল্যের স্লাপ ও  গ্লেজি ব্লেজার মাত্র ১ হাজার ৬শ টাকায় বিক্রি করছি। শুধু মেলার ক্রেতাদের জন্য।
আশিক ফ্যাশানের (স্টল নং-৪৮) বিক্রেতা ওসমান জানান, এখানে মুদিগুলো পাওয়া যাচ্ছে মাত্র ১ হাজার ৪শ টাকায়, যা এবারের আখেরি অফার।

তবে গতবারের তুলনায় এবারের মেলায় ভিন্ন রং, সাইজের পোশাক আনা হয়েছে। এগুলো কোয়ালিটির দিক থেকেও অনেক ভালো বলে জানান তিনি।
 
অফারে ব্লেজার কিনতে উৎসাহী ক্রেতারাও। মিরপুরের মাসুদ জানান, মাত্র ১ হাজার ৬শ  টাকায় ব্লেজার পাওয়া যাচ্ছে। শোরুম থেকে কিনলে অনেক বেশি টাকা লাগত।   এবছর না পরলেও সামনের বছর শীতে পরতে পারব। তাই ৩ হাজার ২শ টাকায় ২টা ব্লেজার কেনার ইচ্ছা আছে মেলা থেকে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।