ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৭-৩০ জানুয়ারি আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
২৭-৩০ জানুয়ারি আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রা ও নতুন নতুন পণ্য নিয়ে আগামী ২৭-৩০ জানুয়ারি চার দিনব্যাপী দশম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার অনুষ্ঠিত হবে।
 
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশসহ ১৫টি দেশ অংশগ্রহণ করবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলা উদ্বোধন করবেন। আগের বছর এ মেলায় ১৬টি দেশের ৩০০টি স্টল অংশ নেয়।
 
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), তাইওয়ান’র চান চুং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
 
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার’র ব্যাপক অবদান রয়েছে। প্লাস্টিক ফেয়ার’র মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিতি, নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে।
 
তিনি জানান, দশম প্লাস্টিক মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে ৩৫০টি দেশি-বিদেশি স্টল থাকবে।
 
বিপিজিএমইএ সভাপতি বলেন, হরতাল-অবরোধের কারণে মেলার দেশি-বিদেশি স্টলের সংখ্যা কমেছে। তবে মেলায় আমেজ, নতুন পণ্য ও প্রযুক্তির সমাবেশ আগের মতই থাকবে।
 
মেলায় ১৫টি ক্যাটাগরিতে প্লাস্টিক হাউজ হোল্ড আইটেমস, পাকেজিং ম্যাটেরিয়ালস, প্লাস্টিক মোল্ড, টয়েস আইটেমস, ফার্মাসিউটিক্যালস আইটেমস, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন আইটেমস, গার্মেন্টস এক্সেসরিজ আইটেম, পিপি ওভেন ব্যাগসহ অন্যান্য স্টল থাকবে।
 
তিনি বলেন, মেলায় বিভিন্ন দেশ থেকে আগত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ প্রদর্শন করবে।
 
এরমধ্যে প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিন, পিপি ওভেন ব্যাগ মেশিন, প্যাকেজিং মেশিন, ফ্লাক্সেগ্রাফিক প্রিন্টিং মেশিন, পিইটি ব্লো মেশিন, প্লাস্টিক ব্যাগ মেকিং মেশিন প্রভৃতি।
 
মেলায় ২৯ জানুয়ারি বিপিজিএমইএ ও ওয়েস্টা কনসার্ন-এর যৌথ উদ্যোগে ‘রিসাইক্লিং প্লাস্টিক ওয়েস্ট’ বিষয়ে সেমিনার ও বায়ার মিটিং অনুষ্ঠিত হবে।
 
জসিম উদ্দিন জানান, প্লাস্টিক খাত রপ্তানিতে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব হবে। রাজনৈতিক অস্থিরতায় প্রতিদিন প্রায় ১২ কোটি টাকা ক্ষতি হচ্ছে।
 
কাঁচামাল আমদানি, বাজারে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় প্রতিদিন এ ক্ষতি হচ্ছে। ২০ দিনে প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা করেন তিনি। প্লাস্টিক খাতকে বাঁচিয়ে রাখতে সরকার ও সব রাজনৈতিক দলকে সমঝোতায় আসার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা।
 
তিনি বলেন, দশম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার অতীতের সব ফেয়ারের চেয়ে আরো উন্নত হবে। এবারের ফেয়ারে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।
 
বিপিজিএমইএ ও বিসিক যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক মেলার আয়োজন করা হয়। ২০০৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে এ মেলার আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।