ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ভাঙচুর

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ভাঙচুর ফাইল ফটো

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে অন্য গার্মেন্টস শ্রমিকরা। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।



সোমবার (২৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার ফুটন গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে প্রায় তিন হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। উত্তেজিত শ্রমিকরা এ সময় পাশ্ববর্তী ফুটন গার্মেন্টসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আশুলিয়া শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, শ্রমিকরা অবৈধভাবে অন্য কারখানার ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে। নাশকতা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।