ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় কদর বেড়েছে পাকিস্তানি ফ্লাট স্লিপারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মেলায় কদর বেড়েছে পাকিস্তানি ফ্লাট স্লিপারের ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবারের ন্যায় এবারও বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে মেয়েদের পাকিস্তানি জুতা ও স্যান্ডেল। গতবার নাগরার (জুতা) চাহিদা থাকলেও এবার দিন বাড়ার সঙ্গে সঙ্গে কদর বেড়েছে ফ্লাট স্লিপারের।



সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মেলায় পাকিস্তানি প্যাভেলিয়নের জুতার স্টলে দেখা গেলো মেয়েদের ভীড়। পুঁথি ও ছোট পাথর বসানো পাকিস্তানি ফ্লাট স্লিপার কিনতে সেখানে ভিড় জমিয়েছে মেয়েরা।

স্টলের ইনচার্জ মো. হারুন জানান, গত মেলায় নাগরার চাহিদা বেশি ছিল। এবার বেশিরভাগ মেয়ের চাহিদা ফ্লাট স্লিপার। । নাগরার তুলানায় এসব স্লিপারের দামও কম।

তবে লেদারের তৈরি জুতারও চাহিদা রয়েছে বলে জানান হারুন।

তিনি জানান, মেলায় ৫০০-৫৫০ টাকায় ফ্লাট স্লিপার, ৬শ’ টাকায় নাগরা, ৭-৮শ’ টাকায় চামড়ার জুতা বিক্রি করা হচ্ছে।

তবে ছেলেদের অনুরোধে আগামী বছর থেকে মেলায় ছেলেদের জন্য বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি জুতা তোলা হবে বলে জানান ইনচার্জ হারুন।

স্টলে সিল্পার কিনছেন ঝুমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বাংলানিউজকে জানান, এখন ফ্লাট স্যান্ডেল বেশি পড়া হয়। তাছাড়া কম দামে সুন্দর ডিজাইনের জুতাগুলো বাণিজ্য মেলাতেই পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।