ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জ্বালাও-পোড়াও বিদেশিদের কাছে ‘ব্যাড সিগন্যাল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
জ্বালাও-পোড়াও বিদেশিদের কাছে ‘ব্যাড সিগন্যাল’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন জোটের সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ‘ব্যাড সিগন্যাল’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।



তোফায়েল আহমেদ বলেন, অ্যাকোর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শনের পর ক্রেতাদের আস্থা যখন ফিরে এসেছে এবং তারা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের রফতানি অর্ডার দিচ্ছেন, ঠিক সেই মূহুর্তে আবার জ্বালাও-পোড়াও-সংহিসং কার্যকলাপ বিদেশিদের কাছে ব্যাড সিগন্যাল।

লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের উদ্ধৃত করে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা আমাকে জানিয়েছেন চলমান হরতাল-অবরোধে তাদের কারখানা খোলা রয়েছে এবং উৎপাদন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পণ্য সরবরাহে কোনো ক্ষতি হয়নি। তবে বিদেশি ক্রেতাদের অর্ডারের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারাও বুধবার একই কথা জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা স্বাভাবিক। যারা বিদেশি ক্রেতা তারা পণ্যের অর্ডার দেওয়ার সময় বাংলাদেশের পরিস্থিতি কী- তা দেখবেন। এ অবস্থা চলতে থাকলে একটা সময় সরবরাহ পরিস্থিতিও ব্যাহত হবে।

এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপিকে সন্ত্রাসী, জঙ্গী ও নাশকতার রাজনীতি পরিহার করতে হবে। হরতাল-অবরোধ রাজনৈতিক অধিকার, কিন্তু গাড়ি পোড়ানো কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ কোনো রাজনীতি নয়।

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতেই বিএনপি এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি বেশি দিন চলতে পারে না, খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বিদেশি ক্রেতাদের অর্ডারও আগের মত পাওয়া যাবে বলে আশা করেন মন্ত্রী।

ব্যবসায়ী প্রতিনিধিদের আগে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুল একজার  (Hanne Fugl Eskjear) মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।