ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিক্ষা-পুষ্টিসহ বিভিন্ন খাতে অর্থ সহায়তা দেবে ইইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
শিক্ষা-পুষ্টিসহ বিভিন্ন খাতে অর্থ সহায়তা দেবে ইইউ

ঢাকা: শিক্ষা ও প্রশিক্ষণ, পুষ্টিসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য তারা মাল্টি অ্যানুয়েল ইন্ডিকেটিভ প্রোগ্রামের আওতায় একটি নতুন প্রোগ্রাম শুরু করেছে।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি‘২০১৫) দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়ূদন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনের কার্যালয়ে সাক্ষাত করে এ আশ্বাস দেন।

এসময় স্পিকার বলেন, মাল্টি অ্যানুয়েল ইন্ডিকেটিভ প্রোগ্রাম বাস্তবায়নের ফলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিশেষ করে নারী উন্নয়ন, পুষ্টি সমস্যা দূরীকরণ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।

গণতান্ত্রিক শাসনকে সমুন্নত রাখতে সংসদীয় রীতিপদ্ধতি অনুযায়ী সংসদ পরিচালিত হচ্ছে জানিয়ে স্পিকার বলেন, সরকারি অর্থ ব্যবস্থাপনার জবাবদিহিতা নিশ্চিতে ৩টি সংসদীয় আর্থিক নজরদারি কমিটি কাজ করে চলেছে। যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ইইউ বিশেষ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন।

জবাবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি জানান, তারা বাংলাদেশকে সহায়তার জন্য একটি নতুন প্রোগ্রাম এরইমধ্যে শুরু করেছে। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করতে যাচ্ছে, যা তাদের দ্বিতীয় বৃহত্তম অনুদান।

তারা আরও জানান, বাংলাদেশ ও ইইউ’র মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার বাড়ানোর লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠিত হবে। এ কমিশন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।