ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রয়ডটকম ও বাংলালিংকের অংশীদারিত্ব চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বিক্রয়ডটকম ও বাংলালিংকের অংশীদারিত্ব চুক্তি

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস বিক্রয় ডট কম এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের মধ্যে অংশীদারিত্ব বিষয়ক একটি চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্রয়ডটকম বিষয়টি জানায়।



এতে বলা হয়, সম্প্রতি বাংলালিংকের প্রধান র্কাযালয়ে এ চুক্তি সই করা হয়। চুক্তি অনুযায়ী বাংলালিংক গ্রাহকেরা বিনামূল্যে বিক্রয়ডটকম ব্রাউজ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ বিশেষ সুবিধা বাংলালিংক গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরো গতিশীল করবে। এই আনলিমিটেড ফ্রি অফার তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি সই অনুষ্ঠানে বিক্রয়ডটকমের প্রধান মার্টিন মাল্মস্ট্রোম, মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার এলিসা র‌্যানসবেরী, বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স ইরাম ইকবাল, ডিজিটাল অ্যান্ড ডিভাইসেস, ভ্যাস অ্যান্ড ডাটা সার্ভিসের জিএম জিয়াউল হক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিক্রয়ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ‘যাত্রা শুরুর দুই বছরেরও কম সময়ে বিক্রয়ডটকম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসে পরিণত হয়েছে।  

‘আশা করি বাংলালিংকের সঙ্গে এই চুক্তি গ্রাহকদের মোবাইল ফোন থেকেই তাদের ফোন, মোটরবাইক, ল্যাপটপ, এবং গাড়ির বেচাকেনার কাজকে আরো সহজ এবং গতিশীল করবে’—বলেন তিনি।

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ‘বাংলালিংক সবসময় নতুন কিছু করার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন উন্নত করতে নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো সমৃদ্ধ করতে এই পার্টনারশিপ।

তিনি জানান, বিক্রয়ডটকমের সঙ্গে ভবিষ্যতে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে এক সঙ্গে কাজ করবে বাংলালিংক।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।