ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লা রিভে চলছে ৭০% ছাড় অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
লা রিভে চলছে ৭০% ছাড় অফার

ঢাকা: জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভে চলছে বিশাল ছাড় উৎসব। লা রিভের যে কোনও পোশাক কিনলেই পাবেন ৭০% পর্যন্ত ডিসকাউন্ট অফার যার প্রধান ডিসকাউন্ট স্লাবগুলো হল ২০%, ৩০%, ৪০%, ৫০%, ৬০% এবং ৭০%।



ছেলে, মেয়ে আর বাচ্চাদের জন্য জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, ক্যাজুয়াল শার্ট, টি শার্ট, সালোয়ার কামিজ, ডেনিম ট্রাউজার, শার্ট, হুডি, টপস এবং টিউনিকসহ শীতকালীন সব পোশাকে এ ছাড় প্রযোজ্য।

লা রিভের শো-রুম বা ওয়েবসাইট থেকে অনলাইনে পন্য কিনেও ক্রেতারা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। রাজধানীর উত্তরা, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, ওয়ারী, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং মল এ আছে লা রিভের শোরুম। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও সিলেটেও লা রিভের শোরুম আছে।

অনলাইন শপিং করতে পারেন এই ঠিকানায়ঃ www.lerevecraze.com

বাংলাদেশ সময: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।