ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা শিপইয়ার্ডে প্রথম কন্টেইনার ভেসেল লাঞ্চিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
খুলনা শিপইয়ার্ডে প্রথম কন্টেইনার ভেসেল লাঞ্চিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌ বাহিনীর নৌ কল্যাণ ফাউন্ডেশনের জন্য নির্মাণাধীন দু’টি কন্টেইনার ভেসেলের প্রথমটির লাঞ্চিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নৌ কল্যাণ-১ নামে প্রথম কন্টেইনার ভেসেলের  লাঞ্চিং অনুষ্ঠিত হয়।



লাঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌ প্রধান (ম্যাটেরিয়াল) ও ভাইস চেয়ারম্যান, বিওডি, খুশিলি রিয়াল এডমিরাল এস এ এম এ আবেদীন, বিএসপি, এনডিসি, পিএসসি।

তিনি জানান, এ জাহাজটিই বাংলাদেশে নির্মিত আন্তর্জাতিক মানসম্মত প্রথম কন্টেইনার ভেসেল। খুলনা শিপইয়ার্ডে নির্মিত এ আধুনিক কন্টেইনার ভেসেল ইয়ার্ডের ক্রমবর্ধমান কারিগরি ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও বিশেষ অবদান রাখবে।
 
ভেসেলটির দৈর্ঘ্য হচ্ছে ৭৫ মিটার, প্রস্থ ১৩ দশমিক ৫০ মিটার, গভীরতা ৫ দশমিক ২০ মিটার, ড্রাফট ৪ মিটার, কন্টেইনার পরিবহন ১৪০ টিইইউ ও ক্লাস সোসাইটি-ক্লাস এনকে।

অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ডিজাইনার সার্ভেয়ার এবং খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।