ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেকনাফ টু তেতুলিয়া মৌন মিছিল করবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
টেকনাফ টু তেতুলিয়া মৌন মিছিল করবে এফবিসিসিআই

ঢাকা: টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার (০১ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে এ কথা জানান সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।



তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবহন খাতে ক্ষতির পরিমাণ আরও বেশি। অর্থনীতি সচল না থাকলে গভীর সঙ্কটে পড়বে দেশ। তাই আমরা ব্যবসায়ীরা এ অবস্থার অবসানে দুই নেত্রীর সঙ্গে দেখা করবো।

তিনি আরও বলেন, ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই স্লোগান সামনে রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এফবিসিসিআই’র নেতৃত্বে সব চেম্বারের নেতা ও ব্যবসায়ীদের নিয়ে জাতীয় পতাকা হাতে মৌন মিছিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

দুই নেত্রীর সাথে কবে দেখা করা হবে এবং কবে মৌন মিছিল কর্মসূচি পালন করা হবে তা এখনও ঠিক করা হয়নি।

তবে বিকালে সংগঠনটির বর্তমান পরিষদের সঙ্গে সাবেক সভাপতিদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ- সভাপতি (প্রথম) মনোয়ারা হাকিম আলী ও সহ- সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।