ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জার্মানির সব শহরে বাংলাদেশি পোশাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জার্মানির সব শহরে বাংলাদেশি পোশাক মাঙ্গুস স্মিড

ঢাকাঃ জার্মানির সব শহরে বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায় বলে জানিয়েছেন জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিআইজেড’র পিএসইএস (প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাঙ্গুস স্মিড। জিআইজেড এর সহযোগিতায় বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ পরিচালনায় পিএসইএস প্রজেক্ট পরিচালিত হয়।



রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনে প্রজেক্টের অধীনে পোশাক কারখানায় যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জার্মানিতে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক বেশি। জার্মানি সব শহরেই বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়।

তিনি বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর আমরা চেষ্টা করেছি বাংলাদেশি পোশাক কারখানার পাশে দাঁড়াতে। তারই অংশ হিসেবে ল্যাপটপসহ এনার্জি সাশ্রয় করে এমন পণ্য এখানকার কারখানাগুলোকে দেব। প্রাথমিক পর্যায়ে ৬টি কারখানায় আমরা বিনামূল্যে পণ্য সামগ্রী সরবরাহ করবো।

এসময় জিআইজেডকে ধন্যবাদ জানান বিজিএইএ এর সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ।

তিনি বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহার করে কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এক সময় বাংলাদেশ পোশাক রফতানিতে প্রথমস্থান অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ সভাপতি মোঃ শহীদুল্লাহ আজীম।

বাংলাদেশ সময়ঃ ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।