ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল-অবরোধে ট্যানারি শিল্পে ৯৫৯ কোটি টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
হরতাল-অবরোধে ট্যানারি শিল্পে ৯৫৯ কোটি টাকার ক্ষতি ছবি: রাশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধ-হরতালে ৯৫৯ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশের ট্যানারি শিল্প।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ প্রেস ক্লাবের ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।



তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থায় নিম্নম‍ূখী হয়েছে চামড়া রফতানির সূচক।

২০১৪-২০১৫ অর্থবছরে চামড়া ও চামড়াজাত খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১,৩৯৭ দশমিক ২৮ মিলিয়ন ডলার। সে হিসাবে এ অর্থবছরের প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১০৫ দশমিক ০৪ মিলিয়ন ডলার কম রফতানি হয়েছে।

বৈশ্বিক অর্থনীতির মন্দার কারণেও আমাদের প্রস্তুতকৃত পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে। প্রতি বর্গফুট চামড়ার মূল্য ১ ডলার ৭০ সেন্ট থেকে কমে ১ ডলার ৫০ সেন্ট এ নেমে এসেছে।

পরিসংখ্যান থেকে বিটিএ’র চেয়ারম্যান শহীন আহমেদ বলেন, ২০১৪ সালে ক্রয়কৃত চামড়ার ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা।

এছাড়াও ৪০ শতাংশ চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। আমদানিকৃত কেমিকেল বন্দরে আটকে থাকায় ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকা। সঠিক সময়ে পণ্য না পাঠানোয় বায়ার ক্লেইমে ক্ষতির পরিমাণ ৩৪ কোটি টাকা। ট্রাক ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা।

সেই সঙ্গে এয়ার চার্জ, ব্যাংক লোনের সুদ, শ্রমিকদের বেতন প্রসূত ক্ষতির পরিমাণ যুক্ত হয়ে সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৯৫৯ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।