ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুদিন বন্ধের পর খুলেছে সাভারের একেএইচ গার্মেন্টস

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
দুদিন বন্ধের পর খুলেছে সাভারের একেএইচ গার্মেন্টস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার কারণে দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খুলেছে সাভারের রাজফুলবাড়ীর তেঁতুলঝোড়া এলাকার একেএইচ নিটিং অ্যান্ড ডাইং পোশাক কারখানা

মঙ্গলবার সকালে পাঁচ হাজার শ্রমিক কারখানার কাজে যোগ দেয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিনে কারখানায় হঠাৎ করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছিলেন তা জানাতে পারেননি তিনি

এদিকে কারখানার শ্রমিকরা জানান, গার্মেন্টেসের পানি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, দুদিন বন্ধ থাকার পরে কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরাও কাছে যোগ দিয়েছে এখন পর্যন্ত কোনো শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

বাংলাদেশ সময় : ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।