ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমে উঠেছে জুয়েলারি স্টলগুলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
জমে উঠেছে জুয়েলারি স্টলগুলো ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্য মেলায় শেষ দিকে জমে উঠেছে জুয়েলারির স্টলগুলো। প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে নতুন নতুন গহনার খোঁজে নারী ক্রেতারা ভিড় জমিয়েছেন এসব স্টলে।

আর ক্রেতাদের এই ভিড়ে হাসির রেখা ফুটেছে বিক্রয়কর্মীদের মুখেও।

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি’২০১৫) বিকেলে সরেজমিনে বাণিজ্যমেলা ঘুরে দেখা গেছে, মেলার অন্যান্য স্টলগুলোতে ভিড় কম থাকলেও জুয়েলারির স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কেউ দেখছেন, কেউ কিনছেন। আর তাদের এই চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্রয়কর্মীদেরও।

মেলায় জয়েলারি স্টলের বিক্রেতারা জানায়, ব্রেসলেট, পায়েল, ইয়ার রিং, আংটি, বালাসহ বিভিন্ন জুয়েলারি সামগ্রীর ক্রেতারা আজ কয়েকদিন ধরে মেলায় একটু বেশি।

কেজেড এক্সক্লুসিভ ফ্যাশন জুয়েলারি মেলা প্রাঙ্গণের ৪৩ নম্বর স্টলে দেখা গেছে ক্রেতাদের ভিড়। স্বল্পমূল্যে পছন্দনীয় জুয়েলারি  কিনতে এখানে ভিড় করেছে অনেক ক্রেতা। তবে এদের মধ্যে বেশিরভাগই নারী।

জুয়েলারি স্টলটিতে থাকা একজন ক্রেতা সুমাইয়া বাংলানিউজকে বলেন, বাণিজ্য মেলায় জুয়েলারি আইটেমগুলোই বেশি ভালো তাই, এখান থেকে কিনে নিতে পারছি। তবে কম দামে ভালো জুয়েলারি পাওয়া যাচ্ছে। তাই মেলা থেকেই বেশি বেশি জুয়েলারি কিনে নিচ্ছি।

স্টলটির সার্বিক তত্ত্বাবধানে থাকা আবসার উদ্দিন সোহেল বাংলানিউজকে জানান, মেলা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। আমরা ক্রেতারা পণ্য কিনলে ১০ শতাংশ ছাড় দিচ্ছি।  

কোন জুয়েলারি আইটেমটি বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের হাত ঘড়ি আছে। এবার এই আইটেমটি বেশি বিক্রি হচ্ছে। তবে অন্যান্য জুয়েলারি আইটেমগুলো ভালই বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আনা নেওয়া হয়। চায়না, মালয়শিয়া, থাইলেন্ড, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়। তবে হরতাল-অবরোধ থাকলেও আমাদের স্টলে ক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা স্বাভাবিক।    

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।