ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় ভ্যাট আদায় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাণিজ্য মেলায় ভ্যাট আদায় বেড়েছে ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গত বছরের চেয়ে বিক্রি বেড়েছে। বেড়েছে রাজস্ব প্রবৃদ্ধিও।



গত বছর মেলা থেকে ভ্যাট (মূসক) আদায় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। এবার ৩১ জানুয়ারি পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা।
 
হরতাল-অবরোধের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীদের অনুরোধে মেলা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। নাশকতার আশঙ্কায় মেলার প্রথম দিকে ক্রেতা সমাগম কম হলেৰ শেষ দিকে বিক্রি বেড়ে যায়। সময় বৃদ্ধির ফলে গত ১০ দিনে বিক্রি হয়েছে অভাবনীয়।
 
শেষ ১০ দিনসহ ভ্যাট আদায়ের পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সহকারী কাস্টমস কর্মকর্তা রেবেকা সুলতানা।
 
তিনি বলেন, ছুটির দিনে বিকিকিনি বেশি হয়েছে। ফলে ভ্যাট আদায়ও বেশি হয়েছে। তবে শেষ দিনে অনেক বেশি ভ্যাট আদায় হয়েছে। সব স্টল এখনো ভ্যাট হিসাব দেয়নি। আশা করি আড়াই কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তবে ভ্যাট আদায়ের পুরো হিসাব বুধবার পাওয়া যাবে বলে জানান রেবেকা সুলতানা।

তিনি আরও জানান, মেলায় এবারও সর্বোচ্চ ভ্যাট প্রদান করে শীর্ষে রয়েছে ইলেক্ট্রনিক্স, অটোমোবাইল প্রস্তুত ও বাজারজাতকারী ওয়ালটন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, মেসার্স র‌্যাংকস ইলেকট্রনিক্স, দিল্লি অ্যালুমিনিয়াম, প্রাণ-আরএফএল, আবুল খায়েরসহ বেশ কয়েকটি কোম্পানি সন্তোষজনক ভ্যাট দিয়েছে।
 
কয়েকটি বড় প্যাভেলিয়ন ঘুরে দেখা যায়, মঙ্গলবার মেলার শেষ দিন ক্রেতাদের পণ্য কেনার ধুম পড়ে।
 
বিক্রেতারা জানান, শেষ দিনের বেচাকেনা গভীর রাত পর্যন্ত চললে হতাশা নয়, একটা আশা নিয়ে মেলা ছাড়তে পারবেন তারা।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।