ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত বাণিজ্য মেলার ক্রেতা-বিক্রেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত বাণিজ্য মেলার ক্রেতা-বিক্রেতারা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে: হরতাল-অবরোধের মধ্যেও বাণিজ্য মেলায় শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

কেউবা কিনছেন তৈজসপত্র, কেউবা পোশাক-গহনা। আর তাই যেন খুশি ক্রেতা-বিক্রেতা উভয়ই।

এদিন আরএফএলের প্যাভিলিয়ন থেকে রেকার, হোল্ডার কিনেছেন গৃহিণী নাজনীন হাসান। তিনি বাংলানিউজকে বলেন, অবরোধের কারণে প্রথম এক মাসের মধ্যে মেলায়ই আসতে পারিনি। অফসোস ছিল। কিন্তু যখন শুনলাম মেলার সময় বাড়িয়েছে তখন প্রস্তুতি নিয়ে চলেই এলাম।

বাণিজ্য মেলার শেষ সময়ে এসে বিক্রি বেড়ে যাওয়ায় খুশি তাই বিক্রেতারাও। তৈজসপত্রের বিক্রেতা আনিস হোসেন বলেন, পুরো জানুয়ারি মাসে যে পরিমাণ বিক্রি হয়েছে তার সমপরিমাণ বিক্রি হয়েছে গত এক সপ্তাহে। হটপট, প্রেসার কুকারের চাহিদা বেশি বলে জানান তিনি।

তাছাড়া, বিদেশি প্যাভিলয়নগুলোর মধ্যে থাইল্যান্ডের গহনাগুলোর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। এসব গহনা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতারা।

হরতাল অবরোধের কারণে মেলার সময়সীমা বৃদ্ধি করেছে ইপিবি। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ এবং ১৪টি দেশের ৪৮টি সংগঠন বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করছে। তারা ৫১৬টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রতিদিন এই মেলা সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকছে। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।