ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেঘনা ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
মেঘনা ইন্স্যুরেন্সের  বার্ষিক শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘বার্ষিক শাখা প্রধান সম্মেলন ২০১৫’ সম্প্রতি ঢাকায় গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কোম্পানির গত বছরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, উন্নয়ন এবং ২০১৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া বিগত বছরের সফল কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনে কোম্পানির চেয়ারপারসন সাবরিনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ টি এম হারুন-উর-রশিদ চৌধুরী, পরিচালক কর্নেল (অব:) মো: আব্দুল মতিন, কনসালট্যান্ট এ বি এম নুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মো: জাকারিয়া হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মেজর (অব:) আনিস-উল-ইসলাম এবং বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।