ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ নিশ্চয়তা তহবিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ নিশ্চয়তা তহবিল

ঢাকা: বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় নতুন করে বিনিয়োগ নিশ্চয়তা তহবিল দিবে ইউকে এইড। রোববার (ফেব্রুয়ারি ০৮) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিজনেস ফাইন্যান্স ফর দি পুওর ইন বাংলাদেশ নামে এ সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

ব্যবসা বিনিয়োগ প্রতিযোগীতা তহবিলের মাধ্যমে নতুন পণ্য উৎপাদন ও ব্যবসার ধরণ পরিবর্তন, শোষণ এবং ঝুঁকি নিয়ন্ত্রণে এ অর্থ ব্যয় করা হবে। যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের যোগ্যতা, কর্মদক্ষতা প্রদর্শন করতে পারবে।

ইউকে এইডের অর্থায়নে প্রকল্পের নির্বাহী প্রতিনিধি হিসেবে থাকবে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এছাড়া বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক এবং ব্যবস্থাপনায় থাকবে নাথান অ্যাসোসিয়েট লন্ডন লিমিটেড ও অক্সেফোর্ড পলিসি ম্যানেজমেন্ট।
 
এ  প্রকল্পটি পাঁচ বছরের জন্য ২২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ না নিয়ে নিজেদের মত করে পুঁজির ব্যবস্থা করতে পারে।
 
প্রকল্পের অর্থ গ্রামঞ্চলের নারী ও সবুজ উদ্যোক্তাদের প্রতিযোগী তহবিল জমার নিশ্চয়তা এবং নীতি উপাদান খ‍াতে ব্যয় করা হবে। নিশ্চয়তা তহবিলের টাকা ব্যবসা খাতে সর্বোচ্চ ৫০ শতাংশ, উ‍ৎপাদন-সেবাখাতে ৭০ শতাংশ ও গ্রামীণ প্রকল্প-নারী উদ্যোক্তাদের সবুজ প্রকল্পে ৮০ শতাংশ হারে দেওয়া হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফপি-বি এর প্রকল্প প্রধান এসকে সুর চৌধুরী,  ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক, নাথান অ্যাসোসিয়েটসের দলনেতা ডেভিড মুনরো প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।