ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি’র বিনামূল্যে আনলিমিটেড ফেসবুক অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
রবি’র বিনামূল্যে আনলিমিটেড ফেসবুক অফার

ঢাকা:সেকেন্ড প্রতি আধা-পয়সা ও বিনামূল্যে আন লিমিটেড ফেসবুক’ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
 
মাত্র ৩১ টাকা রিচার্জে রবি থেকে রবি নম্বরে প্রতি সেকেন্ডে আধা-পয়সা এবং অন্য অপারেটরে প্রতি সেকেন্ড ১ পয়সা রেটে কথা বলা এবং  বিনামূল্যে ২৪ ঘণ্টা আনলিমিটেড ফেসবুক ব্যবহার করতে পারবেন।


 
রবি’র সব প্রি-পেইড গ্রাহক (আনলিমিটেড বোনাস অফারের গ্রাহকগণ ব্যাতীত) এ অফারটি উপভোগ করতে পারবেন। রবি থেকে রবি নাম্বারে প্রতি সেকেন্ডে ৫ পয়সা অফারটি রাত ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং অন্য অপারেটরে প্রতি সেকেন্ডে ১ পয়সা রেটের অফারটি ২৪ ঘণ্টাই উপভোগ করা যাবে।
 
অন্যদিকে বিনামূল্যে ফেসবুক অফারটি ২৪ ঘণ্টার জন্যই প্রযোজ্য হবে। আকর্ষণীয় এ কলরেট ও বিনামূল্যের ফেসবুক অফারটির মেয়াদ হবে রিচার্জের দিনসহ মোট ৫ দিন।
 
রিচার্জের পরপরই অফারটি কার্যকর হবে। মেয়াদ শেষে গ্রাহক আবার তার আগের প্ল্যানে ফিরে যাবেন। রবি’র বিশ্বাস, গ্রাককদের কাছে এ অফারটি আকর্ষণীয়।
 
কোম্পানি মনে করছে আকর্ষণীয় অফারটি তাদের সাশ্রয়ী মূল্যে গ্রাহক সেবা দেওয়ার বিষয়টিকে আরো জোরালো করবে। এ ছাড়া বিনামূল্যে ফেসবুকের অফারটি ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে রবি’র নেতৃত্বস্থানীয় ভূমিকাকে ধরে রাখতে সহায়ক হবে।
 
রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অফারটিতে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবার এক অপূর্ব সমন্বয় নিশ্চিত হয়েছে, যা মূলত  আমাদের কোম্পানির গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে। রবি সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের মানসম্মত সেবা দিয়ে থাকে।
 
তিনি বলেন, বাজার থেকে রবি ব্যাপক সাড়া পাচ্ছে এবং এর ফলে আমরা আরো শক্তিশালী হয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করতে পারব।
 
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।