ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার জিরাবোতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন কারখানাটির পিএম।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার মাহবুব অ্যাপারেলস নামক সোয়েটার কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিস রেট বৃদ্ধির দাবিতে গত কিছুদিন ধরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান না হওয়ায় প্রায় এক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকদের হাতে কারখানার এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন।

এদিকে এ ঘটনায়  কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মন্ডল ফ্যাশন লিমিটেড কারখানায়ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা দুটিতে পুলিশ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।