ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাথরঘাটায় রূপালী ব্যাংকের ৫৩৯ তম শাখা উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
পাথরঘাটায় রূপালী ব্যাংকের ৫৩৯ তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় রূপালী ব্যাংকের ৫৩৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের সদর রোডে এ কে সিকদার মার্কেটে এ শাখা উদ্বোধন করা হয়।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৩৯ তম শাখার শুভ উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বারী আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, পাথরঘাটার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ব্যাংকের প্রতি আমাদের সবার শুভ কামনা রইল।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।