ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা কনভেনশন সিটিতে লিফট- এস্কেলেটর প্রদর্শনী শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বসুন্ধরা কনভেনশন সিটিতে লিফট- এস্কেলেটর প্রদর্শনী শুরু শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে প্রথমবারের মতো আয়োজিত আর্ন্তজাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনী শুরু হয়েছে। ভারত, চীন, কোরিয়া, ইতালিসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।



মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি’২০১৫)সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা হলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।

আয়োজকরা জানান, লিফট ও এস্কেলেটর শিল্পের এই  প্রদর্শনী দেশে নতুন বাজার তৈরিতে কাজ করবে। ক্যাপসুল লিফট, এসকেলেটর, ইএমই উপাদান প্রস্তুতকারক, লিফটের কেবিন, যন্ত্রাদি, লিফটের দরজা, উচ্চ গতি সম্পন্ন গভার্নার্স, নিরাপত্তামূলক যন্ত্রাদি, হাইড্রোলক যন্ত্রাদি এবং লিফট ও এসকেলেটরসহ অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা ও রাজদর্শন হলে আয়োজিত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।