ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসবি লিফটে ১০ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বিএসবি লিফটে ১০ শতাংশ ছাড় ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা কনভেনশন সিটিতে আর্ন্তজাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনীতে তুরস্কের বিএসবি গ্রুপের লিফটে ১০ শতাংশ নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা। বাংলাদেশে এ কোম্পানির লিফট ও এস্কেলেটর আমদানি করে রিয়াল টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।


 
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রদর্শনীর দ্বিতীয় দিনে বাংলানিউজকে এ তথ্য জানান রিয়াল টেক ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী আসাদুল্লাহ-আল-গালিব।
 
তিনি বলেন, শুধু মেলা চলাকালীন সময়ে এ ছাড় পাওয়া যাবে। অন্য সময় আমাদের পণ্যে কোনো ছাড় থাকবে না। তবে আমরাই বাজারে সবচেয়ে কার্যকরী লিফট সরবরাহ করে থাকি।
 
লিফটের বিশেষত্ব নিয়ে তিনি জানান, তাদের কোম্পানি তুরস্কের হওয়ায় সব পণ্যের ক্ষেত্রে ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনে চলা হয়। যা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশে তারা প্যাসেঞ্জার লিফট, কার্গো লিফট, কার লিফট, মেডিকেল লিফট, এস্কেলেটর ওজেনারেটর আমদানি করেন। যার মধ্যে প্যাসেঞ্জার লিফটের মোট ২৫টি মডেল রয়েছে। এগুলোর আকার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে দাম।
 
আসাদুল্লাহ জানান, তাদের লিফটগুলোর গুণগত মান খুব ভালো ও নিরাপদ হওয়ায় ভোক্তারা সহজেই ব্যবহার করতে পারেন। দামের দিক থেকেও গ্রাহকের নাগালের মধ্যেই রয়েছে এসব লিফট। বিশেষ করে বাসায় ব্যবহারের জন্য তাদের লিফটগুলো প্রশংসার দাবিদার।
 
তিনি আরও জানান, তারা লিফটের কোনো খুচরা যন্ত্রাংশ বিক্রি করেন না। তাই ক্রেতারা তাদের কাছ থেকে পুরো প্যাকেজ কেনেন। এছাড়া তারা লিফট স্থাপন করা পর্যন্ত সেবা দেন।
 
বাংলাদেশে এই প্রথমবারের মতো বড় পরিসরে আর্ন্তজাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে ভারত, চীন, কোরিয়া, ইতালি, তুরস্কসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
আয়োজকরা জানান, লিফট ও এস্কেলেটর শিল্পের এই প্রদর্শনী দেশে নতুন বাজার তৈরির কাজ করবে। ক্যাপসুল লিফট, এস্কেলেটর, ইএমই উপাদান প্রস্তুতকারক, লিফটের কেবিন, যন্ত্রাদি, লিফটের দরজা, নিরাপত্তা সংক্রান্ত যন্ত্র, হাইড্রোলিক যন্ত্র এবং লিফট ও এস্কেলেটরসহ অন্যান্য যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।
 
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনকশা ও রাজদর্শন হলে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।