ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায়ীদের প্রতীকী অনশনে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ব্যবসায়ীদের প্রতীকী অনশনে ককটেল হামলা ছবি : কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধ-হরতালের বিরুদ্ধে পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী-মালিকদের প্রতীকী অনশনে ককটেল হামলা হয়েছে। এতে ২জন আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।



শনিবার(১৪ ফেব্রুয়ারি’২০১৫) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে এ অনশন কর্মসূচি চলাকালে এ বিস্ফোরণ হয়।

এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আনসার, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে রয়েছে।  

বেলা সো্য়া ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ, ডিসিসিআই প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম অংশ নিয়েছেন।

এছাড়া ব্যবসায়ী-মালিকদের এ কর্মসূচিতে সংহতি জানাতে এসেছিলেন সাংসদ ও অভিনয়শিল্পী তারানা হালিম ও ফকির আলমগীর।

গত বুধবার বিজিএমইএ ভবনে গার্মেন্ট ও টেক্সটাইল খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতের উদ্যোক্তাদের বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

পোশাকশিল্প ব্যবসায়ীদের প্রতীকী অনশন চলছে

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।