ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বার্ন ইউনিটে ওরিয়ন ফার্মা-ইনফিউশনের আর্থিক অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
বার্ন ইউনিটে ওরিয়ন ফার্মা-ইনফিউশনের আর্থিক অনুদান ছবি: সংগৃহীত

ঢাকা: ওরিয়ন গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা দিয়েছে।

প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও পরিচালক সৈয়দা আরজুদা করিম এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।



এসময় বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন, প্রফেসর ডা: মো: সাজ্জাদ খন্দকার,

ওরিয়ন ফার্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট(মার্কেটিং) মো. আব্দুর রহমানসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।