ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লার কোম্পানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
কুমিল্লার কোম্পানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৪০ তম শাখার উদ্ধোধন করা হয়েছে। এ শাখায় অনলাইন ব্যাংকিং সেবা পাওয়া যাবে।



রোববার(১৫ ফেব্রুয়ারি’২০১৫)সকালে কোম্পানীগঞ্জ বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন রূপালী ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুরাদনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, প্রধান কার্যালয়ের ডিজিএম একেএম সামসুদ্দিন, মুক্তিযোদ্ধা হারুণ অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক সাইদ আহমেদ চৌধুরী। এসময় শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।