ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে এবি ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালামের হাতে অনুদানের চেক তুলে দেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডঃ আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, এবি ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার মহাদেব সরকার ছাড়াও এবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫।