গোয়ালন্দ (রাজবাড়ী): ২০ দলীয় জোটের চলমান টানা অবরোধ ও হরতালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
উভয়ঘাটে পারাপারে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, অনির্দিষ্টকালের অবরোধ ও প্রতি সপ্তাহে হরতাল থাকায় এ রুট দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার যানাহন কম পারাপার হচ্ছে। এরমধ্যে
দৌলতদিয়া ঘাট দিয়ে অন্তত ৫শ ও পাটুরিয়া ঘাট দিয়ে পারাপার কমে গেছে অন্তত ১ হাজার যানবাহনের।
জানা যায়, স্বাভাবিক সময়ে উভয় ঘাট দিয়ে পারাপার হয় প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার যানবাহন। এতে করে দৌলতদিয়া প্রান্তে প্রতিদিন গড়ে রাজস্ব আয় কমে গেছে ৩ থেকে ৪ লাখ টাকা এবং পাটুরিয়া প্রান্তে রাজস্ব কমেছে ১০ থেকে ১২ লাখ টাকা। এরফলে বিগত ৪০ দিনে উভয়ঘাটে মোট রাজস্ব আয় কমেছে ৫ কোটি টাকারও বেশি।
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ঘুরে জানা গেছে, ট্রাক পারাপার প্রায় আগের মতো থাকলেও দুরপাল্লার বাস, মাইক্রোবাস ও ব্যাক্তিগত গাড়ি পারাপার অর্ধেকে নেমে এসেছে। ফলে রাজস্ব আদায়ও কমে গেছে।
এদিকে, দুই ঘাটে যানবাহন পারাপার কমে যাওয়ায় উভয়ঘাটের উপর নির্ভরশীল কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, কুলি-মজুর, ভিক্ষুক ও পরিবহন শ্রমিকের রোজগারও কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন।
দৌলতদিয়া ঘাট হকার্স বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. ফজলুল হক জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় সমিতিভুক্ত প্রায় ১৩শ হকার রয়েছেন। প্রতিদিন লঞ্চ
ফেরিসহ ঘাট টার্মিনাল এলাকা ঘুরে তারা যাত্রীদের কাছে ঝালমুড়ি, বাদাম, ডাব, আঁখের রস, সিদ্ধ ডিম, পান-সিগারেট, পিঠা, বই, কলা, সংবাদপত্রসহ নানা পণ্য
বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু টানা অবরোধে এসব হকাররা প্রায় কর্মহীন হয়ে বসে আছেন।
ঈগল পরিবহনের ঘাট সুপারভাইজার ভরত মন্ডল জানান, তাদের কোম্পানির ৫০ থেকে ৫৫টি কোচ নিয়মিত এ ঘাট দিয়ে ফেরি পার হয়। কিন্তু অবরোধের কারণে এখন পারপারে হচ্ছে মাত্র ৮/১০টি করে। এছাড়া বাসের ট্রিপ কমে যাওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্টরা কর্মচারীরাও বেকার হয়ে পড়েছেন।
জানতে চাইলে বিআইডব্লিটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধের কারণে পাটুরিয়া প্রান্তে রাজস্ব আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, হরতাল-অবরোধের প্রভাবে এ রুটে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমেছে। এতে প্রতিদিন গড়ে ৩/৪ লাখ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫