ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লার ২ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সনদ বাতিল

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
কুমিল্লার ২ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সনদ বাতিল

ঢাকা: কুমিল্লা জেলায় কার্যরত ২ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সনদ বাতিল করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি- এমআরএ। ১৫ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে।



প্রতিষ্ঠান দু’টি হচ্ছে- জেলার কাদুটি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি(গ্রাম-পোস্ট: কাদুটি, চান্দিনা, কুমিল্লা) ও একই ঠিকানার মহরম আলী মেমোরিয়াল ফাউন্ডেশন।

সোমবার(১৬ ফেব্রুয়ারি) ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য দেওয়া সনদ বাতিলের কথা জানায় এমআরএ।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬ ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা-২০১০ শর্তাবলী পরিপালনে ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য এ সনদ বাতিল করা হয়।

কাদুটি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি-কে ২০১৩ সালের ৬ জানুয়ারি এবং মহরম আলী মেমোরিয়াল ফাউন্ডেশনকে ২০১২ সালের ১১ সেপ্টেম্বর ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদ দিয়েছিল এমআরএ।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।