ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে সম্প্রতি 'অনলাইন বিল কালেকশন' সম্পর্কিত চুক্তি সই হয়েছে।
এই চুক্তির ফলে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড এবং রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিবেশকরা এমটিবির অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিল জমা দিতে পারবেন।
এমটিবির প্রধান কার্যালয়, গুলশানের এমটিবি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক চুক্তিপত্রে সই করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫।