ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দরের পণ্য প্রবেশ গেটের শুন্য রেখার পাশে ট্রাক উল্টে গিয়ে চলাচল বন্ধ থাকায় ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে আসা একটি ট্রাকের চাকা খুলে গিয়ে ট্রাকটি উল্টে যায়।



এতে গেট দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দুই দেশের বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উল্টে যাওয়া ট্রাকের পণ্য খালাস করে  ট্রাকটি সরিয়ে কার্যক্রম স্বাভাবিক করা হবে।

তিনি আরো জানান, সন্ধ্যা সাড়ে ৬টার পরে বাণিজ্য ‍কার্যক্রম বন্ধ থাকে। তাই মঙ্গলবার ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, ঘটনাটি সীমান্তের কাছে হওয়ায় সেখানে বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও ট্রাকটি থেকে যাতে কেউ পণ্য চুরি করতে না পারে এ ব্যাপারে ‍তারা সতর্ক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।