ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ন্যাশনাল ব্যাংকে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘বাসেল-৩ প্রাকটিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডিকোয়েসি অ্যাসেসমেন্ট প্রসেস (আইসিএএপি) ইন লাইন উইথ বাসেল-৩ অ্যান্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ।

কর্মশালায় ব্যাংকের ঢাকা ও এর আশপাশের এলাকার শাখাগুলোর ৪৩ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।