ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমাশিল্পে অবদানে সম্মাননা পেলেন ১১ ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বিমাশিল্পে অবদানে সম্মাননা পেলেন ১১ ব্যক্তি প্রতীকী

ঢাকা: বিমাশিল্পে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পদক পেলেন ১১ বিশিষ্ট ব্যক্তি।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাদের যৌথভাবে সম্মাননা দেয় ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকা ও খোদা বকস্ মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ফাউন্ডেশন।


 
জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম, সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন, খোদা বকস্ মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওবাইদুর রহিম ও ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান মনোনয়নপ্রাপ্তদের সম্মাননা পদক তুলে দেন।
 
সম্মাননা প্রাপ্তরা হলেন- এসআর খান, এবিএম নুরুল হক, মোসলেহ উদ্দিন আহমদ, এম হারুনুর রশিদ, হোসেন মীর মোশাররফ, কাজী আব্দুস সামাদ, নজমুল হক সিদ্দীকী (মরণোত্তর), মুজিব-উদ-দৌলা (মরণোত্তর), আহাম্মেদ আলী (মরণোত্তর), মোজাফফর উদ্দিন আহমদ (মরণোত্তর) ও ইএমএ জামান (মরণোত্তর)।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।